রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৪২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কারও নির্দিষ্ট কোনও খাবারে অ্যালার্জি থাকে, কারও অ্যালার্জি থাকে ধুলোতে। কিন্তু নিজের বীর্যেই অ্যালার্জি! শুনতে অবাক লাগলেও এমনই বিরল রোগে আক্রান্ত এক যুবকের খোঁজ মিলেছে ইজরায়েলে। বিজ্ঞান পত্রিকা ‘আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টস’- এ প্রকাশিত হয়েছে ঘটনার বিস্তারিত বিবরণ।
রিপোর্টে বলা হয়েছে ইজরায়েলের ২২ বছর বয়সি এক যুবক কিছুদিন আগে ভর্তি হন হাফিয়ার কারমেল অ্যান্ড লিন মেডিক্যাল সেন্টারে। প্রাথমিক ভাবে হাঁচি, চোখ থেকে অনবরত জল পড়া, পেটে যন্ত্রণা ও ক্লান্তির মতো উপসর্গ ছিল তাঁর। চিকিৎসকেরা ভেবেছিলেন কোনও খাবারের থেকে অ্যালার্জি হয়েছে তাঁর। কিন্তু যুবকের অতীতের কথা শুনেই চক্ষু চড়কগাছ তাঁদের। যুবক জানান, এ কোনও সাধারণ অ্যালার্জি নয়। ১৪ বছর বয়সে যখন তিনি প্রথমবার স্বমেহন করেন তখন থেকেই এই সমস্যার সূত্রপাত। এর পর যখনই তিনি সঙ্গম করেছেন তখনই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তাঁর।
এরপরই বিভিন্ন ধরনের পরীক্ষা করেন চিকিৎসকেরা আর তাতেই দেখা যায় নিজের বীর্যেই অ্যালার্জি রয়েছে ওই যুবকের। রিপোর্টে বলা হয়েছে, “যুবকের উপসর্গগুলির মধ্যে রয়েছে নাক থেকে জল পরা, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, পেটব্যথা, পাতলা পায়খানা, প্রস্রাবে যন্ত্রণা, ক্লান্তি, গায়ে ব্যথা, ব্রেন ফগ অর্থাৎ ঠিকমতো ভাবনা চিন্তা না করতে পারা, কথা বলতে অসুবিধা হওয়া।” সাধারণত বীর্যপাতের দুই থেকে তিন ঘণ্টা পর উপসর্গ দেখা দিতে শুরু করে। থাকে প্রায় তিন দিন পর্যন্ত।
গবেষণাপত্রে জানানো হয়েছে বিজ্ঞানের ভাষায় অসুখটির নাম, ‘পোস্ট অর্গ্যাজমিক ইলনেস সিনড্রোম’ বা ‘পিওআইএস’। রোগটি এতোই বিরল যে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে মাত্র ৫০০ জনের দেখে এই রোগ দেখা গিয়েছে। যুবককে সুস্থ করতে বিভিন্ন ধরনের অ্যালার্জি রোধক ওষুধের মিশ্রণ ব্যবহার করে এক বিশেষ চিকিৎসাপদ্ধতি প্রয়োগের পরিকল্পনা করেছেন চিকিৎসকরা। সাত মাস এই চিকিৎসা করাতে হবে যুবককে।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার